Site icon নওগাঁ জিলাইভ | truth alone triumphs

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীকে সাজা

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ মাদকসেবীকে সাজা দিয়েছেন। আজ সোমবার উপজেলার পারইল বাজারে অভিযান চালিয়ে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। তাঁদের নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে ধরা হয়।

 

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীকে সাজা

 

সাজাপ্রাপ্ত চারজন হলেন উপজেলার পারইল গ্রামের সুদীপ কুমারের ছেলে শুভ কুমার (২০), দ্বীনবন্ধুর ছেলে জয়ন্ত সাহা (২৮), সিরাজুল ইসলামের ছেলে বেলাল হোসেন (৩৮) ও বিশিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ হাসান জানান, মাদক সেবন করে মাতাল হয়ে বিশৃঙ্খলা করছে এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে এই অভিযান চালানো হয়। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় ওই চারজনকে হাতেনাতে ধরা হয়।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/৫ ধারা অনুযায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন:

Exit mobile version