আমাদের আজকের আলোচনার বিষয় নওগাঁ জেলার যোগাযোগ ব্যবস্থা।
নওগাঁ জেলার যোগাযোগ ব্যবস্থা:-
রেলপথঃ
ঢাকা থেকে ট্রেনযোগে সান্তাহার স্টেশন। সান্তাহার থেকে ৮ কিঃমিঃ উত্তর-পশ্চিম কোণে নওগাঁ-মহাদেবপুর মেইন রোডের ডান পার্শ্বে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়।

সড়ক পথঃ
ঢাকা থেকে বাসযোগে নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ড থেকে ৪ কিঃমিঃ উত্তর-পশ্চিম কোণে নওগাঁ-মহাদেবপুর মেইন রোডের ডান পার্শ্বে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়। রাজশাহী থেকে বাসযোগে নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড । বাসস্ট্যান্ড থেকে ৩০০ গজ পূর্বে রাস্তার বাম পার্শ্বে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়।
বিভিন্ন স্থান/জেলা হতে যোগাযোগ ব্যবস্থা:
| চট্রগ্রাম থেকে নওগাঁ
সরাসরি বাস যোগাযোগ
|
শ্যামলী পরিবহন- সন্ধ্যা ৭.০০ টা
হানিফ পরিবহন – রাত ৮.০০ টা কেয়া পরিবহন – রাত ৮.০০ টা ভাড়া-৪৫০/- টাকা |
| বগুড়া থেকে নওগাঁ
সরাসরি বাস যোগে
|
সারাদিন বাস চলাচল করে
ভাড়া আনুমানিক ৩৫/- টাকা ট্রেনযোগে সান্তাহার হয়ে নওগাঁ আসা যায় |
| রাজশাহী থেকে নওগাঁ সরাসরি বাসযোগে
|
সারাদিন বাস চলাচল করে
ভাড়া আনুমানিক ৭০/- টাকা ট্রেনযোগে সান্তাহার হয়ে নওগাঁ আসা যায় |
| অন্যান্য জেলা /উপজেলা হতে নওগাঁ | সরাসরি বাস যোগাযোগ |

ঢাকাগামী বাসের সময়সূচী
|
ক্রঃনং |
বাসের নাম |
নওগাঁ থেকে ছাড়ার সময় |
ঢাকা থেকে ছাড়ার সময় |
| ১ | শ্যামলী | সকাল ৭.০০টা, ৮.০০টা, ৯.০০টা, ১০.০০ টা, বেলা ১১.০০ টা, ১২.০০ টা, ০১.০০ টা, ২.০০ টা, ৩.০০ টা, ৪.০০ টা, বিকাল ৫.০০ টা, ৬.০০ টা, সন্ধ্যা- ৭.০০ টা, রাত্রি-৮.০০ টা,৯.০০টা, ১০.০০ টা, ১১.০০ টা ও ১২.০০ টা | সকাল ৭.০০টা, ৮.০০টা, ৯.০০টা, ১০.০০ টা, বেলা ১১.০০ টা, ১২.০০ টা, ০১.০০ টা, ২.০০ টা, ৩.০০ টা, ৪.০০ টা, বিকাল ৫.০০ টা, ৬.০০ টা, সন্ধ্যা- ৭.০০ টা, রাত্রি-৮.০০ টা,৯.০০ টা, ১০.০০ টা, ১১.০০ টা ও ১২.০০ টা
|
| ২ | এস,আর | সকাল-৬.০০ টা, ৭.০০ টা, ৮.০০ টা, ৮.৩০ টা, ১০.০০ টা, বেলা ১.৩০ টা, ৩.০০ টা, ৪.০০ টা, ও রাত্রি-১১.০০ টা | সকাল ৭.৩০ টা, ৯.৩০ টা, বেলা ১১.৩০ টা, ১.৩০ টা, ৩.৪৫ টা, ৪.৩০ টা, সন্ধ্যা ৭.৩০ টা, রাত্রি- ৯.৩০ টা ও ১১.৩০ টা |
| ৩ | কেয়া | সকাল ৭.০০ টা, ১০.০০ টা ও রাত্রি ১১.০০ টা | দুপুর ১২.৩০ ও রাত্রি ১১.০০ টা |
| ৪ | হানিফ | সকাল ৭.০০ টা, ৯.১৫ টা, ১০.১৫ টা, ১০.৩০ টা, ১১-১৫ টা, বেলা ১২.৩০ টা, ৩.০০ টা, সন্ধ্যা-৭.০০ টা, রাত্রি-১১.০০ টা, ১১.১৫ টা, ১১.৩০ টা ১১.৪৫ টা ও ১২.০০ টা | সকাল ৭.০০ টা, ৮.০০ টা, ৯-৩০ টা, বেলা ১১.৩০ টা, ১.৩০ টা, ৩.০০টা , বিকাল ৫.০০ টা, রাত্রি ৮.৩০ টা, ৯.৩০ টা, ১০.৩০ টা ও ১১.৩০ টা |
| ৫ | বাবলু | ভোর ৪.০০ টা, সকাল ১০.০০ টা, বেলা ১১.৩০ টা, ২.৩০ টা, বিকাল ৪.০০ টা ও রাত্রি- ১১.০০ টা | সকাল ৭.৩০ টা, বেলা ১০.০০ টা, ২.৩০ টা, বিকাল ৫.০০ টা, সন্ধ্যা-৭.৩০ টা, রাত্রি ১০.০০ টা ও ১১.৩০ টা |
| ৬ | টি,আর | সকাল ৬.০০ টা, ৬.৩০ টা, ৯.০০ টা, ১০.০০ টা, বেলা ১১.৩০ টা, ২.৩০ টা, ৩.৩০ টা, সন্ধ্যা-৭.০০ টা, রাত্রি ১১.০০ ও ১১.৩০ টা | কাল ৭.৩০ টা, বেলা ১১.৩০ টা, ১.৩০, ৫.০০ টা, সন্ধ্যা ৭.৪৫ টা ও রাত্রি ১১.৩০ টা |

আরও পড়ূনঃ