নওগাঁ জেলার বৃহৎ প্রকল্প

আমাদের আজকের আলোচনার বিষয় নওগাঁ জেলার বৃহৎ প্রকল্প।

নওগাঁ জেলার বৃহৎ প্রকল্প:-

গণপূর্ত বিভাগ, নওগাঁ

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

ক)১০০০মেঃটঃখাদ্যগুদাম(মান্দা,বদলগাছী),৫০০মেঃটঃখাদ্যগুদাম(মাতাজিহাট,মহিষবাথান-১,মহিষবাথান-১,বদলগাছী)।

ঙ)নওগাঁ জেলার সাপাহার থানা সাব-রেজিষ্ট্রিঅফিসের নির্মাণ প্রকল্প ও নওগাঁ জেলার ধামুইরহাটওপত্নীতলাসাব-রেজিষ্ট্রিঅফিসনির্মাণাধীনভবনের(সিভিল,স্যানিটারীওবৈদ্যুতিক)অবশিষ্টঅংশেরকাজ।

চ)নওগাঁজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) স্থাপন প্রকল্প।

ছ)নওগাঁ জেলা সার্ভার ষ্টেশন ভবন নির্মাণ কাজ।

জ)কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার নির্মান কাজ।

 

নওগাঁ জেলার বৃহৎ প্রকল্প
দিবরের দীঘি – নওগাঁ জেলা

 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

১) বৃষ্টির পানি সংরক্ষণ ও সেচ প্রকল্প-২য় পর্যায়।

২) কৃষিপণ্য বাজারজাত করনে গ্রামীন যোগাযোগ উন্নয়ন প্রকল্প।

৩) সেচ এলাকা উন্নয়ন ও প্রশিক্ষন প্রকল্প।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

১। বিশেষ গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প।

২। জাতীয় স্যানিটেশন (২য় পর্ব) প্রকল্প।

৩। ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্প।

৪। প্রাথমিক শিক্ষা উন্নয়ন (PEDP-3) প্রকল্প ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

নওগাঁ পোল্ডার-১ উপ-প্রকল্প,

তুলশী গঙ্গা বামতীর উপ-প্রকল্প ,

তুলশীগঙ্গা উপ-প্রকল্প,

আত্রাই নদীর ডানতীরে/বামতীরে বাঁধ নির্মাণ উপ-প্রকল্প,

সীমামত্ম নদী  পূণর্ভবার বামতীরে বাঁধ নির্মাণ প্রকল্প,

লোহাচূড়া বিল নিষ্কাশন স্কীম, নাগরভ্যালী/আপার নাগারভ্যালী উপ-প্রকল্প,পোল্ডার-সি উপ-প্রকল্প, নওগাঁ শহর রক্ষাপ্রকল্প ইত্যাদি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

০১। পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচীঃ

(ক) সময়ান্তর রক্ষনাবেক্ষণ (খ) নিয়মিত রক্ষনাবেক্ষণ (গ) জরুরী রক্ষনাবেক্ষণ

০২। আত্রাই উপজেলার খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারী নদীতে রাবার ড্যাম নির্মান প্রকল্প এর আওতাই আত্রাই নদীর ওপর রাবার ড্যাম নির্মান।

০৩। আত্রাই ও রানীনগর উপজেলার নওগাঁ-কালিতলা-শৈলগাছি-ত্রিমোহনী-বান্দাইখাড়া-আত্রাই সড়ক উন্নয়ন।

০৪। আত্রাই উপজেলার আত্রাই নদীর উপর বান্দাইখাড়া ঘাটে ব্রীজ নির্মান।

০৫। নওগাঁ সদর ছোট যমুনা নদীর উপর কালিতলা ও বিডিআর ক্যাম্প ঘাটে ব্রীজ নির্মান।

০৬। সাপাহার উপজেলার হাপানিয়া ঘাটে ব্রীজ নির্মান।

০৭। সাপাহার উপজেলার বলদিয়া ঘাটে ব্রীজ নির্মান।

০৮। পত্নিতলা উপজেলার ত্রিমোহনী ঘাটে ব্রীজ নির্মান।

০৯। নিয়ামতপুর উপজেলা এর আওতাই চাপাইনাবাবগঞ্জ প্রকল্পর অধীন সড়ক ও ব্রীজ নির্মান।

১০। ধামুরহাট উপজেলার আওতাই আত্রাই নদীর ৪০০.২৫ মিঃ ব্রীজ নির্মান

 

নওগাঁ জেলার বৃহৎ প্রকল্প
বলিহার রাজবাড়ী – নওগাঁ জেলা

 

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

১।   ১০ লাখ নতুন গ্রাহক সংযোগ প্রকল্প

২।   ১৮  লাখ নতন গ্রাহক সংযোগ প্রকল্প

আরও পড়ূনঃ

Leave a Comment