আমাদের আজকের আলোচনার বিষয় নওগাঁ উপজেলার ইউনিয়ন।
নওগাঁ উপজেলার ইউনিয়ন:-
নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে নওগাঁ বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। নওগাঁ জেলা ভৌগোলিকভাবে বৃহত্তর বরেন্দ্র ভূমির অংশ। বাংলাদেশের উত্তর-পশ্চিমভাগে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখণ্ডটি ১৯৮৪ সালের ১লা মার্চের আগ পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হতো, সেটিই বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলা।
|
ক্রমঃ নং
|
উপজেলা সমূহ | মোট ইউনিয়ন | ইউনিয়ন সমূহ (মোট ইউনিয়ন -৯৯) |
| ১ | নওগাঁ সদর | ১২ | বর্ষাইল, বক্তারপুর, হাপানিয়া, বোয়ালিয়া, চন্ডিপুর, শিকারপুর, কীর্ত্তিপুর, তিলকপুর, দুবলহাটি, হাঁসাইগাড়ী, বলিহার, শৈলগাছী |
| ২ | বদলগাছী | ৮ | বদলগাছী, পাহাড়পুর,বিলাশবাড়ী, বালুভরা, মথুরাপুর, মিঠাপুর,আধাইপুর, কোলা |
| ৩ | মহাদেবপুর | ১০ | মহাদেবপুর, খাজুর,রাইগাঁ, সফাপুর, চেরাগপুর, হাতুড়, চান্দাশ, এনায়েতপুর, উত্তরগ্রাম, ভীমপুর |
| ৪ | পত্নীতলা | ১১ | পত্নীতলা, দিবর, মাটিন্দর, পাটিচরা, ঘোষনগর, শিহাড়া, নির্মইল, আকবরপুর, কৃষ্ণপুর, নজিপুর, আমাইড় |
| ৫ | ধামইরহাট | ৮ | ধামইরহাট, আলমপুর, আড়ানগর, ইসবপুর, আগ্রাদ্বিগুন, উমার, জাহানপুর, খেলনা |
| ৬ | সাপাহার | ৬ | সাপাহার, তিলনা, পাতাড়ী, গোয়ালা, আইহাই, শিরন্টি |
| ৭ | পোরশা | ৬ | নিতপুর, ছাওড়, ঘাটনগর, তেতুঁলিয়া, গাংগুরিয়া, মশিদপুর |
| ৮ | নিয়ামতপুর | ৮ | হাজীনগর, ভাবিচা, রসুলপুর, শ্রীমমত্মপুর, চন্দননগর, নিয়ামতপুর, পাড়ইল, বাহাদুরপুর |
| ৯ | মান্দা | ১৪ | ভারশোঁ, পরানপুর, গনেশপুর, প্রসাদপুর, তেঁতুলিয়া, কালিকাপুর, কশব, ভালাইন, মান্দা, মৈনম, কুসুম্বা, নরম্নল্যাবাদ, কাঁশোপাড়া, বিষ্ণুপুর |
| ১০ | রানীনগর | ৮ | রানীনগর,গোনা, বড়গাছা, একডালা, কাশিমপুর, পারইল,কালীগ্রাম,মিরাট |
| ১১ | আত্রাই | ৮ | সাহাগোলা, আহসানগঞ্জ, বিশা, কালিকাপুর, ভোঁপাড়া, পাঁচুপুর, |
| মনিয়ারী, হাটকালুপাড়া
|
আরও পড়ুনঃ

