Site icon নওগাঁ জিলাইভ | truth alone triumphs

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাসান আলী প্রামানিক (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

 

বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসান আলী প্রামানিক উপজেলার তেবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাছ চাষী ও ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান উপজেলার সিম্বা গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজ শেষে রাণীনগর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে সিম্বা যাচ্ছিল। রাণীনগর- আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশে পড়ে ছিল।

নিহত হাসানের ছোট ভাই আসিফ ও মামা আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এরপর পুলিশ এসে হাসানের লাশ উদ্ধার করেন।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবক হাসানের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন:

Exit mobile version