নওগাঁয় উদ্বোধন হল তারুন্যের উৎসব
এরপর বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমী’র উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয় এবং বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুইয়া (ডিএসবি)। বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরনায় উজ্জিবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের উপর গুরুত্ব আরোপ করেন।
এসময় জানানো হয়, তারুন্যের উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত জেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুনিজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী ও পরিবেশ বিষয়ক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার এহসান, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, মৌসুমী’র মনিটরিং অফিসার আব্দুর রউফ পাভেলসহ অন্যান্যরা অংশ নেন।
আরও পড়ুন: