নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত

আমাদের আজকের আলোচনার বিষয় নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত।

নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত:-

ধান উৎপাদনে নওগাঁ বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ জেলা। এছাড়াও আম এই প্রধান অর্থকরী ফল হয়ে আবির্ভূত হয়েছে গত এক বছরে। এই জেলার সীমান্তবর্তী সাপাহার, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলায় বিপুল প্রমাণ আমের বাগান রয়েছে। ২০১৯-২০ অর্থবছরে দেশ আম উৎপাদনে শীর্ষ স্থান দখল করে এই জেলা।

 

নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত
দিবরের দীঘি – নওগাঁ জেলা

 

নওগাঁ জেলা বিখ্যাত দর্শনীয় স্থান

  • পাহাড়পুর বৌদ্ধবিহার
  • কুসুম্বা মসজিদ
  • রঘুনাথ মন্দির- ঠাকুরমান্দা
  • জগদ্দল বিহার
  • দিব্যক জয়স্তম্ভ
  • পতিসর রবীন্দ্র কাছারি বাড়ি
  • তালের গাছ সাম্রাজ্য (ঘুঘুডাঙ্গা নিয়ামতপুর)

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

  • বরেন্দ্র গার্ডেন শিশু পার্ক নিয়ামতপুর
  • বলিহার রাজবাড়ী
  • ভবানীপুর জমিদার বাড়ি
  • ভিমের পান্টি
  • আলতাদীঘি জাতীয় উদ্যান
  • শালবন
  • জবই বিল
  • মাহীসন্তোষের মাজার

 

নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত
জগদ্দল বিহার – নওগাঁ জেলা

 

  • হলুদ বিহার
  • কামতা এস,এন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভান্ডারগ্রাম
  • রাতোয়াল বিশ্বকবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, রাতোয়াল
  • ইসলামগাঁথী প্রাচীন মসজিদ ও মঠ
  • অগ্রপুরী বিহার

আরও পড়ুনঃ

Leave a Comment