নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে অসম্মানজনক আচরণের প্রতিবাদে মানববন্ধন,নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ- ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তীর কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আয়োজকদের অসম্মানজনক আচরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১২ মে) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনের সড়কে বাসদের প্রকাশনা ‘মাসিক ভ্যানগার্ড পাঠক ফোরাম’ এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন মাসিক ভ্যানগার্ড পাঠক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রতন সাহা রঘু।

নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে অসম্মানজনক আচরণের প্রতিবাদে মানববন্ধন
এসময় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নওগাঁর আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, বাসদ নেতা কালিপদ সরকার, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।বিশ্বকবি- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে পতিসরে দেবেন্দ্র মঞ্চে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। প্রথমদিন প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক। সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের

প্রতিমন্ত্রী কে এম খালিদ।অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সেখানে জেলা, উপজেলা ও জেলার বাইরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের বসার ব্যবস্থাও করা হয়েছিল। তবে তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বাধ্য হয়ে গণমাধ্যমকর্মীরা মঞ্চের এক পাশে লাল গালিচায় বসে পড়েন। অথচ দর্শকসহ অতিথিদের জন্য শত শত চেয়ারের ব্যবস্থা ছিল।

আরও পড়ুন:
১ thought on “নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে অসম্মানজনক আচরণের প্রতিবাদে মানববন্ধন”